কিছু মার্কিন অস্ত্র তাইওয়ান প্রণালীর দুই পারের সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে না
2024-10-31 17:35:55

অক্টোবর ৩১: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাং সিয়াও কাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, কিছু মার্কিন অস্ত্র তাইওয়ান প্রণালীর দুই পারের সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে না। চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি একচীন নীতি এবং চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যৌথ ইশতাহার গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে গুরুতর আঘাত করেছে, চীন-মার্কিন সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। তাইওয়ান প্রণালী জুড়ে এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী’ শক্তিকে একটি ভুল সংকেত দিয়েছে। চীন এর দৃঢ় নিন্দা করে, দৃঢ় বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানিয়েছে।

মুখপাত্র বলেন, চাইনিজ পিপলস লিবারেশন আর্মি সামরিক প্রশিক্ষণ ও প্রস্তুতি জোরদার করে চলেছে, জয়ের ক্ষমতা ব্যাপকভাবে উন্নত করছে এবং সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)