অক্টোবর ৩১: আজ (বৃহস্পতিবার) বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং বেইজিংয়ে জানান, যুক্তরাষ্ট্রের উচিত বিশ্বের কৌশলগত নিরাপত্তা ঝুঁকি কমাতে বাস্তব কাজ করা।
তিনি জানান, পরমাণু খাতে যুক্তরাষ্ট্র কখনওই নিজের সমস্যা পর্যালোচনা করে নি। যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রাগার আছে এবং প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতি কার্যকর করে ওয়াশিংটন। দেশটি পরমাণু শক্তির হুমকি দিয়ে অন্য দেশকে ভয় দেখাচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের বিস্তারও করছে। যা গুরুতরভাবে বিশ্বের কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিহীনভাবে ‘চীনের পরমাণু হুমকির ভুয়া তত্ত্ব’ সৃষ্টি করেছে এবং প্রচার করছে। যাতে নিজের পরমাণু অস্ত্রের আধিপত্য রক্ষা করার নিকৃষ্ট উদ্দেশ্য গোপন করা যায়।
তিনি জানান, চীন দৃঢ়ভাবে আত্মরক্ষার জন্য পরমাণু কৌশল ধারণ করে। চীন স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে, প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। চীন অন্য দেশের সঙ্গে সামরিক প্রতিযোগিতাও চায় না। যুক্তরাষ্ট্রের উচিত নিজের ভুল ঠিক করা এবং বিশ্বের কৌশলগত নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য কাজ করা।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)