চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষেধাজ্ঞা সম্পূর্ণ অর্থনৈতিক জবরদস্তি
2024-10-31 15:22:13

অক্টোবর ৩১: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে কাউন্সিলের মুখপাত্র চীনে মার্কিন প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগের নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করেছেন।

এতে মুখপাত্র সুন সিয়াও বলেন, চীন আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ওপর নিবিড় দৃষ্টি রাখে। তারা নিয়ম প্রণয়নের প্রক্রিয়ায় লিখিত মতামতও দাখিল করে বলেছে যে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভুল ধারণার ভিত্তিতে তৈরি হয়েছে। এটি সম্পূর্ণ অর্থনৈতিক জবরদস্তি এবং প্রযুক্তিগত উত্পীড়ন। যা যুক্তরাষ্ট্রের উদ্বেগজনক জাতীয় নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নয়। এটি চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট শিল্পগুলোতেও মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে।

মুখপাত্র আরো বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের শিল্প মহল আশা করে যে, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য বাজার অর্থনীতির আইন এবং ন্যায্য প্রতিযোগিতার নীতি অনুসারে দু’দেশ সহযোগিতা করবে। আমরা জোরালোভাবে যুক্তরাষ্ট্রকে চীনের ওপর থেকে বিনিয়োগ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)