অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হারবিনে ২০২৫ সালে অনুষ্ঠেয় এশিয়ান শীতকালীন গেমসের মশাল, পদক ও সঙ্গীত বুধবার প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে ১০০ দিনের কাউন্টডাউনও শুরু হয়েছে।
উত্তর পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু করা হয়।
মশালটির দৈর্ঘ্য ৭৩৫ মিলিমিটার। নবম শীতকালীন এশিয়ান গেমসের আবেগ ও প্রাণশক্তির প্রকাশ করা হয়েছে।
"স্পিরিট অফ স্পিড" শিরোনামে পদকের সামনের অংশটি নবম এশিয়ান শীতকালীন গেমসের প্রতীকের সাথে একটি রেসট্র্যাকের সুবিন্যস্ত আকৃতিকে একত্রিত করেছে। রেসট্র্যাকের বাঁকা রেখাগুলো হারবিন গ্র্যান্ড থিয়েটারের সিলুয়েটকে তুলে ধরেছে যা এই শহরের অন্যতম আইকনিক স্থাপনা।
এশিয়ান উইন্টার গেমসের সঙ্গীতের শিরোনাম ‘স্নো অফ হারবিন’ বা হারবিনের তুষার। তুষার ভাস্কর্যের জন্য বিখ্যাত হারবিনের ঐতিহ্যের পাশাপাশি এই সঙ্গীতে এশীয় দেশ ও অঞ্চলের জনগণের ঐক্য, বন্ধুত্ব, শান্তি ও উন্নয়নের বাণী ধারণ করা হয়েছে। গানটির কথা লিখেছেন গীতিকার ও পরিচালক ওয়াং ফিংচিউ, সুর করেছেন মিউজিক কম্পোজার ছাং শিলেই।
শান্তা/ফয়সল