অক্টোবর ৩১: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বুধবার বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কো।
এ সময় ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে চীন-রাশিয়া সম্পর্ক একটি সুস্থ উন্নয়ন গতি বজায় রেখেছে। কাজানে ব্রিকস নেতাদের বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা এ বছর তৃতীয়বারের মতো মিলিত হয়েছেন এবং নতুন ও গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। দুই প্রেসিডেন্টের ঐকমত্য বাস্তবায়নের জন্য উভয় পক্ষের একসঙ্গে কাজ করা উচিত। চীন শাংহাই সহযোগিতা সংস্থার প্রেসিডেন্ট দেশের দায়িত্ব গ্রহণ করেছে। এ সংস্থার নতুন উন্নয়ন সাধনে যৌথভাবে মস্কোর সাথে যোগাযোগ ও সমন্বয় করতে ইচ্ছুক বেইজিং।
রুদেঙ্কো বলেন, রাশিয়া চীনের সাথে দুই প্রেসিডেন্টের প্রস্তাবিত ব্যবস্থাগুলোকে বিবেচনাপ্রসূতভাবে বাস্তবায়ন করতে এবং দু’দেশের সম্পর্কের নতুন উচ্চতায় উন্নীত করতে ইচ্ছুক।
উভয়পক্ষ ইউক্রেন সংকট ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছে।
(রুবি/হাশিম/সুবর্ণা)