অক্টোবর ৩১: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ৭৯তম জাতিসংঘ সম্মেলনের চেয়ারম্যান ফিলেমন ইয়াং-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ওয়াং ই ফিলেমন ইয়াংকে চীন সফরে স্বাগত জানিয়ে বলেন, চীন তাঁর দায়িত্ব পালনে সমর্থন দিতে এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।
ওয়াং ই জোর দিয়ে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের গুরুত্বপূর্ণ চিন্তাধারা, উচ্চ মানে যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভ নির্মাণ এবং তিনটি বিশ্ব উদ্যোগ উত্থাপন করেছেন। যা বিশ্ব পরিচালনা এবং জাতিসংঘের কাজে সহায়তা করেছে; এসব পদক্ষেপ মানবজাতির সম্মুখীন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চীনের বুদ্ধি যুক্ত করেছে। চীন জাতিসংঘের সঙ্গে জাতিসংঘের অবস্থান মজবুত করতে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নিরলস চেষ্টা চালাতে ইচ্ছুক।
ফিলেমন বলেন, চীন বহুপক্ষবাদ, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংকট সমাধান এবং উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন দিয়ে আসছে। চীন আন্তর্জাতিক ব্যাপারের স্থিতিশীল ও গঠনমূলক শক্তি। জাতিসংঘ অব্যাহতভাবে একচীন নীতি মেনে চলবে। দীর্ঘকাল ধরে চীন যে জাতিসংঘকে দৃঢ় সমর্থন জানায়, তিনি এজন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্বাস করেন, চীন টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থার সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুবসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)