অক্টোবর ৩১: আজ (বৃহস্পতিবার) বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং জানান, সংশ্লিষ্ট দেশের উচিত অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা।
তিনি জানান, জি-৭ প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনের যৌথ ঘোষণা বাস্তবতা উপেক্ষা করে, তাইওয়ান প্রণালী, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর সমস্যায় চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ চালানো হয়েছে। যা মিথ্যা ও কুসংস্কারে পূর্ণ। এর দৃঢ় বিরোধিতা করে চীন।
তিনি জানান, ইউক্রেন সমস্যায়, চীন সবসময় শান্তি ও আলোচনা বাস্তবায়নে কাজ করছে। সামরিক ও বেসামরিক কাজে দ্বৈত ব্যবহার্য উপাদান রপ্তানি চীন সবসময় কঠিনভাবে নিয়ন্ত্রণ করে।
সংশ্লিষ্ট দেশের উচিত আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা মেনে চলা, ‘শিক্ষকের মত’ আচরণ বন্ধ করা, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করা, এবং সমস্যাসংকুল জটিল বিশ্বের জন্য ইতিবাচক কাজ করা।
(আকাশ/তৌহিদ/জিনিয়া)