সীমান্ত বিষয়ক ঐকমত্য বাস্তবায়ন করছে চীন-ভারত: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-10-31 14:28:29

অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভারত সম্প্রতি তাদের সীমান্ত সংক্রান্ত ঐকমত্য বাস্তবায়ন করছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এমনটা জানিয়েছেন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিতর্কিত অঞ্চলে সেনাদের অপসারণের বিষয়ে প্রশ্নের জবাব দেন লিন। তিনি উল্লেখ করেন, উভয় পক্ষই ঐকমত্য বাস্তবায়নে সুশৃঙ্খলভাবে অগ্রগতি করছে।

গত মঙ্গলবার, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সীমান্ত এলাকার সমস্যাগুলোর সমাধানে ঐকমত্যে পৌঁছেছে।

ঐকমত্যগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে ভারতের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছে চীন।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন