চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের সাফল্যে উপর নজর রেখেছে ডব্লিওটিও
2024-10-31 15:46:17

অক্টোবর ৩১: ‘চীন ও আফ্রিকার সহযোগিতা: বিশ্ব বাণিজ্য সংস্থার দৃষ্টি’ প্রতিপাদ্যে ৩০ অক্টোবর জেনেভায় একটি সেমিনার আয়োজিত হয়েছে, যাতে চীন ও আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের আর্থ-বাণিজ্যিক সাফল্যের ওপর নজর দেয়া হয়েছে।

এবার সেমিনার চীনের উদ্যোগে আয়োজিত হয়। চাদ,ব্রাজিল,দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও জাপানসহ ডাব্লিউডিও’র সদস্যদেশের প্রতিনিধিরা এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাসহ প্রায় একশ’ জন সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে চীন ও আফ্রিকা সহযোগিতার বেইজিং শীর্ষ সম্মেলনে অর্জিত সাফল্য এবং বিশ্বের অনুন্নত দেশগুলোর জন্য চীনের ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন উদাহরণ দিয়ে চীন ও আফ্রিকান দেশগুলোর সংশ্লিষ্ট সহযোগিতার সুপ্তশক্তি তুলে ধরা হয়। আফ্রিকান দেশগুলো বিশেষ করে অনুন্নত দেশগুলোর বিশ্ব অর্থনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে চীনের আন্তরিক সহায়তার ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ।

সেমিনারে অংশগ্রহণকারীরা মনে করেন, চীন ও আফ্রিকার বাণিজ্য-সমৃদ্ধ অংশীদারি কার্যক্রম দু’পক্ষের সহযোগিতায় প্রাণশক্তি যোগাবে।

ডব্লিউটিওতে নিযুক্ত চীনা প্রতিনিধি লি ছেং কাং বলেন, আফ্রিকায় ডব্লিউটিও’র সদস্যদেশের সাথে সহযোগিতা জোরদার করবে চীন, সংস্থাটিতে সংস্কার চালু করবে এবং ২০২৬ সালে আফ্রিকায় এ সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাস্তবমুখী উন্নয়নে চেষ্টা করবে।

(সুবর্ণা/হাশিম/রুবি)