ফুটন্ত চন্দ্রমল্লিকার শোভা
2024-10-31 14:39:39

অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক:  চীনজুড়ে এখন ফুটন্ত চন্দ্রমল্লিকার শোভা। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের ইয়ানছ্যং সিটির ইয়াংমা টাউনের একটি সিনিক স্পটে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে সাজানো হয়েছে বিস্তৃত এলাকা।

ফুলের এই শোভা দেখতে আসছেন পর্যটকরা। চীনে ফ্লাওয়ার টুরিজম বা ফুল পর্যটন একটি জনপ্রিয় ধারা। বিভিন্ন ফুলের বাগানে ও খামারে ফুলের শোভা দেখতে পর্যটকদের আসার ফলে চাঙা হয়ে ওঠে স্থানীয় পর্যটন ব্যবসা।

হেমন্তকালে এখন চন্দ্রমল্লিকা বা ক্রিসেনথিমাম ফুলের মৌসুম চলছে। বিভিন্ন ফুলের দোকানে এ ফুলটি কেনাবেচা হচ্ছে দারুণভাবে।

শান্তা/ফয়সল