অক্টোবর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: ঐতিহ্যগত বন্ধুত্ব এবং ব্যবহারিক সহযোগিতা গভীর করতে জাম্বিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। একটি অভিন্ন ভবিষ্যতের জন্য আরও ঘনিষ্ঠ চীন-জাম্বিয়া সম্প্রদায় গড়ে তুলতেও তৈরি আছে দেশটি। বুধবার বেইজিংয়ে জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার নেলি মুত্তির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন জাতীয় গণকংগ্রেস এনপিসির স্থায়ী কমিটির চেয়ারম্যান ও চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি।
চাও বলেন, চীন দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য জাম্বিয়ার সঙ্গে কাজ করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও জাম্বিয়ার অষ্টম জাতীয় উন্নয়ন পরিকল্পনার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ঘটাতে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে নিতে প্রস্তুত।
চাও ল্যচি বলেন, চীনের এনপিসি জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির সঙ্গে কাজ করতে ইচ্ছুক, যাতে বিভিন্ন স্তরে বিনিময় অব্যাহত থাকে।
উভয় পক্ষের রাজনৈতিক আস্থা আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সমর্থন জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি দৃঢ় করার আহ্বান জানিয়েছেন চাও। চীনের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ় সমর্থনের জন্য জাম্বিয়াকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ব্যবহারিক সহযোগিতার জন্য দুই পক্ষের আইন প্রণয়নকারী সংস্থার প্রাসঙ্গিক নথি প্রকাশ ও সংশোধনের কাজ এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
এ ছাড়া, দুই দেশকে সক্রিয়ভাবে আন্তর্জাতিক সহযোগিতার প্রচার, বহুপক্ষীয় ব্যবস্থায় সমন্বয় বাড়ানো, প্রাতিষ্ঠানিক সংস্কারে যোগাযোগ ও সমন্বয় জোরদার এবং জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলার জন্য বহুপাক্ষিকতার অনুশীলনে একযোগে কাজ করার আহ্বান জানান চীনের শীর্ষ আইনপ্রণেতা।
তার মতে, দুই পক্ষের উচিত যৌথভাবে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করা।
চীন ভালো ও বিশ্বস্ত অংশীদার বলে উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার ইচ্ছা প্রকাশ করেন মুত্তি। তিনি বলেন, জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি চীনের এনপিসি’র সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন