অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছানোর পর শেনচৌ ১৮’র নভোচারীদের সঙ্গে আলিঙ্গন করলেন শেনচৌ ১৯’র নভোচারীরা। বুধবার চীনের মহাকাশ সংস্থা ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) এক ভিডিও বার্তায় দেখা যায় এমন চিত্র।
ভিডিও বার্তায় দেখা যায়, শেনচৌ ১৮’র তিন নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছোং ও লি কুয়াংসু শেনচৌ ১৯’র নভোচারী ছাই স্যু জ্য,সং লিং তোং এবং ওয়াং হাও চ্যকে স্টেশনে স্বাগত জানান।
এর আগে বুধবার ভোর ৪টা ২৭ মিনিটে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এ মহাকাশযানটি। একটি লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেটে স্পেসশিপটি মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়।
উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর শেনচৌ-১৯ স্পেসশিপ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে।
চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, শেনচৌ ১৯ এর নভোচারীরা মহাকাশ স্টেশনে ছয়মাস দায়িত্ব পালন শেষে আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুতে তারা পৃথিবীতে ফিরে আসবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি