শরতে অপরূপ সিনচিয়াং
2024-10-30 14:24:10

অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের প্রকৃতি অনন্য সুন্দর। এর সংস্কৃতিও সমৃদ্ধ। এই দুইয়ের আকর্ষণে এই অঞ্চলে প্রতিবছর দেশ বিদেশ থেকে আসেন অনেক পর্যটক। সিনচিয়াংয়ের ইয়ুলি কাউন্টির হুলুদাও বা গোর্ড আইল্যান্ড এলাকায় শরতের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দে;খার জন্য পর্যটকদের আগমন বাড়ছে।

এখানকার মরুভূমি, লেক, মরুভূমির পপলার গাছের সমন্বয়ে এক অপরূপ দৃশ্যপট সৃষ্টি হয়েছে। পপুলাস ইউফ্রেটিকা গাছের অরণ্য শরৎ-হেমন্তকালে সোনালি অরণ্যের শোভা ধারণ করেছে।

তারিম নদীর অববাহিকা অঞ্চলে বিশাল এলাকা জুড়ে পপলার গাছের অরণ্য রয়েছে। মরুভূমিকে সবুজ করে তোলার প্রক্রিয়ায় এই গাছের বন সৃষ্টি করা হয়েছে।

শান্তা/মিম