অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: উঁচুঁ থেকে বাড়ির ছাদ দেখলে মনে হয় হলুদ চাদর বিছানো হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি দোতলা বা একতলা বাড়ির ছাদে এমন চাদর বিছানো রয়েছে। তবে কাছে গেলে বোঝা যায় চাদর নয়। বরং রোদে ধান শুকানোর জন্য মেলে দেয়া হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের দ্যপাও কাউন্টির নাজাও গ্রামের বাড়িতে বাড়িতে এখন চলছে সদ্য তোলা ফসল রোদে বাতাসে শুকানোর কাজ। ধান আঁচড়া দিয়ে নেড়ে দেয়ার কাজও চলছে সমান তালে।
চীনে এখন দেরিতে জন্মানো ধান সংগ্রহের পর তা শুকানোর কাজ এগিয়ে চলছে। একাজে আধুনিক প্রযুক্তির পাশাপাশি অনেক এলাকায় সনাতন পদ্ধতিও অবলম্বন করা হচ্ছে।
শান্তা/ফয়সল