অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ফিনল্যান্ড দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী। মঙ্গলবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও চীনের শীর্ষ আইন প্রণেতা চাও ল্যচি এক বৈঠকে দুই দেশের এমন আগ্রহের কথা জানিয়েছে।
বৈঠকে ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৭৪ বছরে চীন-ফিনল্যান্ড সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং বন্ধুত্বপূর্ণ বিনিময়ের উদাহরণ সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট সি চিনপিং এবং প্রেসিডেন্ট স্টাবের মধ্যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা বাস্তবায়ন, কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি, পারস্পরিক উপকারী সহযোগিতার সম্প্রসারণ, জনগণের মধ্যে বিনিময় এগিয়ে নিতে এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে চীন ফিনল্যান্ডের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস ঐতিহ্যবাহী এ বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং চীন-ফিনল্যান্ড সম্পর্কের উন্নয়নে অবদান রাখার জন্য আইন প্রণয়ন ও তত্ত্বাবধায়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময় বাড়াতে ফিনিশ পার্লামেন্টের সঙ্গে কাজ করবে।
ফিনল্যান্ড চীনের সঙ্গে তার সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় উল্লেখ করে স্টাব বলেন, ফিনল্যান্ড চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ, দুই দেশের আইন প্রণয়ন সংস্থার মধ্যে বিনিময় শক্তিশালী, বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যকে সমর্থন এবং যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে ইচ্ছুক।
চীনের প্রেসিডেন্ট সি’র আমন্ত্রণে স্টাব ২৮ থেকে ৩১ অক্টোবর চীনে রাষ্ট্রীয় সফর করছেন।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি