অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক : চলতি বছরের প্রথম ৯ মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে চীনের লজিস্টিকস খাতে। মঙ্গলবার চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের প্রকাশিত তথ্যে এমনটা জানা গেছে।
তথ্য বলছে, এই সময়ে, সামাজিক লজিস্টিকস বা সরবরাহখাতের বাজারমূল্য গেল বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৫৮ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
এই সময়ে শিল্প পণ্যের জন্য লজিস্টিকস বাজারমূল্য ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নবায়নযোগ্য সম্পদের লজিস্টিকস ১০ দশমিক ১ শতাংশ বেড়েছে।
এ ছাড়া প্রথম তিন মাসে, লজিস্টিকস শিল্পের মোট রাজস্ব ১০ ট্রিলিয়ন ইউয়ান দাঁড়িয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া