তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-10-30 18:39:16

অক্টোবর ৩০: চীনের তাইওয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে চীন। আজ (বুধবার) সকালে, চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয় এক নিয়মিত সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান বলেন, চীন যুক্তরাষ্ট্রের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির দৃঢ় বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত একচীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইশতাহার মেনে চলার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, ‘স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের’ সমর্থন না করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং ‘স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের’ ভুল ইঙ্গিত না দেওয়া। চীন লাই ছিং দ্য কর্তৃপক্ষকে কঠোর মনোভাব জানায়, অস্ত্র কেনার মাধ্যমে নিরাপত্তা কেনা যায় না। এ পদক্ষেপ তাইওয়ানকে আরো বিশৃঙ্খল করবে। ‘স্বাধীন তাইওয়ান’ অপচেষ্টা দিয়ে চীনের তাইওয়ান সমস্যার সমাধান করা এবং দেশকে একীভূত করার দৃঢ় সংকল্পকে বাধাগ্রস্ত করা যাবে না।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)