চীনে বিনিয়োগ বিধিনিষেধের বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত নিয়মের বিরোধিতা করে বেইজিং
2024-10-30 18:49:29

অক্টোবর ৩০: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দৃঢ়ভাবে চীনে বিনিয়োগ বিধিনিষেধের বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত নিয়মের বিরোধিতা করে বেইজিং। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাবও জানিয়েছে বেইজিং।

মুখপাত্র বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক বিনিয়োগ নিষেধাজ্ঞাগুলি সাধারণ বাজার-বিরোধী। মার্কিন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা চিপস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং এর মতো খাতকে অন্তর্ভুক্ত করে। কিন্তু এসব খাতের সাথে জড়িত বেশিরভাগ শিল্প জাতীয় নিরাপত্তার সাথে জড়িত নয়। তারপরও সেসব প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞায় পড়েছে। এটি চীনা ও আমেরিকান উদ্যোগের মধ্যে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় হস্তক্ষেপ করবে এবং চীনা ও আমেরিকান উদ্যোগের ক্ষতি করবে।

আশা করা যায়, যুক্তরাষ্ট্র বাজার অর্থনীতির আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, অর্থনৈতিক ও বাণিজ্য খাতে জাতীয় নিরাপত্তার সীমারেখা স্পষ্ট করবে, অর্থনীতি ও বাণিজ্যের রাজনীতিকরণ ও অপপ্রচার বন্ধ করবে এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার ভালো পরিবেশ তৈরি করবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)