চীনের বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ বাণিজ্যিক সংরক্ষণবাদ
2024-10-30 19:04:09

অক্টোবর ৩০: চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে ইইউ’র ভর্তুকি-বিরোধী তদন্ত এবং উচ্চ পরিমাণ শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করে চীন। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, ইইউ ইচ্ছাকৃতভাবে চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে ভর্তুকি-বিরোধী তদন্ত শুরু করেছে এবং বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে, যা বাণিজ্যিক সংরক্ষণবাদী আচরণ। এটা চীন ও ইউরোপের শিল্প চেইন, সরবরাহ চেইনের সহযোগিতা এবং ইউরোপীয় ক্রেতার স্বার্থ ও ইইউ’র সবুজ রূপান্তরকে ক্ষতিগ্রস্ত করবে।

লিন চিয়ান বলেন, সংলাপ ও সহযোগিতা হলো চীন ও ইইউ’র সহযোগিতার ভিত্তি। পারস্পরিক কল্যাণ হল চীন ও ইইউ’র বাণিজ্যিক সহযোগিতার মূল বিষয়। পারস্পরিক সমতার ভিত্তিতে এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা দু’পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)