চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বার বার ‘গুপ্তচরবৃত্তির’ অপবাদ দেওয়ার কারণ
2024-10-30 18:45:37

অক্টোবর ৩০: সম্প্রতি, কিছু পশ্চিমা গণমাধ্যম এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থা আবারও তথাকথিত ‘চীনা গুপ্তচরবৃত্তির হুমকির’ মিথ্যা তথ্য প্রচার করেছে, ‘ইউএস টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে চীনা হ্যাকারদের অনুপ্রবেশের’ অপবাদ দিয়েছে। এই মিথ্যা গুজবের উপর ভিত্তি করে চীনের বিরুদ্ধে আরেকবার আক্রমণের চেষ্টা করেছে।

জানা গেছে, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’, ‘নিউইয়র্ক টাইম’সহ সাত-আটটি পশ্চিমা গণমাধ্যম সম্প্রতি এমন খবর প্রচার করেছে। এসব গণমাধ্যম যদিও নিজেদের ন্যায্য দাবি করে, তবে তাদের খবর প্রচারের কোনো বাস্তব ভিত্তি ও প্রমাণ নেই।

এ অবস্থায়, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গণমাধ্যমের তথাকথিত ‘চীনা গুপ্তচরবৃত্তির হুমকি’ প্রচার করার পেছনে রয়েছে জটিল কৌশলগত অভিপ্রায়। চীনের কূটনীতি ইন্সটিটিউটের অধ্যাপক লি হাই তুং সিএমজি সম্পাদকীয়কে বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য মিডিয়ার এ ধরনের প্রতিবেদন প্রকাশ দেখায় যে, তারা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অত্যন্ত ক্ষতিকারক হাতিয়ার হয়ে উঠেছে। এর লক্ষ্য হল, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক স্তরে চীনের বিরুদ্ধে অবিশ্বাস তীব্র করা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতা ও সংঘর্ষের বিষয়ে তথাকথিত জনমত সুসংহত করা। একই সময়ে, এটি পরবর্তী মার্কিন সরকারের ‘চীন নীতির’ জন্য আরও কঠোর অবস্থা তৈরি করার চেষ্টা করছে।

সব রাজনৈতিক নাটকের পিছনে আসলে কে সারা বিশ্বে ‘গুপ্তচরবৃত্তি’ কার্যক্রম করছে- তা কমবেশি সবাই অনেকদিন ধরেই জানে। দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বজুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, অন্য দেশের লোকদেরকে বিদ্রোহ করতে, অন্য দেশের গোপন তথ্য চুরি করতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে এবং অন্যান্য দেশের শাসনব্যবস্থাকে ধ্বংস করতে উদ্বুদ্ধ করেছে।

তাদের মধ্যে, চীন যুক্তরাষ্ট্রের ‘সাইবার চুরির’ প্রধান লক্ষ্য এবং শিকার। গুপ্তচরবৃত্তির অনুপ্রবেশ চালানোর জন্য, সিআইএ ২০২১ সালে তথাকথিত "চায়না মিশন কেন্দ্র" প্রতিষ্ঠা করে। পরিচালক বার্নস প্রকাশ্যে বলেছিলেন যে, তিনি চীনের উন্নয়ন রোধ করার প্রয়াসে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির কার্যক্রম জোরদার করবেন।

বাস্তবতা খুবই স্পষ্ট। যুক্তরাষ্ট্র তথাকথিত ‘চীনা গুপ্তচর’ যতই প্রচার করুক না কেন, এটি ফ্রেম-আপ এবং মিথ্যা অভিযোগের প্রকৃতিকে ঢেকে রাখতে পারে না। বরং, এটি তার নিজস্ব "ম্যাট্রিক্স" চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে এবং মার্কিন বিশ্বাসযোগ্যতার দেউলিয়াত্ব দ্রুততর করছে। চীন দৃঢ়তার সাথে বিদেশি শক্তির গোপন চুরি দমন করবে এবং কার্যকরভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকার রক্ষা করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)