চীনা এয়ারলাইন্সগুলোর ওপর বিধিনিষেধ প্রত্যাহার করলো কানাডা
2024-10-30 17:47:03

অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের এয়ারলাইন্সগুলোর ওপর আরোপিত সকল বিধিনিষেধ তুলে নিয়েছে কানাডিয়ান ট্রান্সপোর্ট এজেন্সি। গত ২৪ অক্টোবর এসব বিধিনিষেধ প্রত্যাহার করে সংস্থাটি।

সম্প্রতি সংস্থাটি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের ২৮ জানুয়ারি কানাডিয়ান ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ চীনের এয়ারলাইন্সগুলোর ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল।

এসব বিধিনিষেদের মধ্যে ছিল কানাডা ও বেইজিংয়ের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা, সপ্তাহে সর্বোচ্চ ছয়টির বেশি রাউন্ড ট্রিপ যাত্রীবাহী ফ্লাইটের সীমাবদ্ধতা।

আগামী ডিসেম্বর থেকে চীন ও কানাডার মধ্যে সরাসরি ফ্লাইট বৃদ্ধির বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির এমন সিদ্ধান্তে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন