অক্টোবর ৩০: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ও ২০২৫ সালে বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধির হার ২.৭ শতাংশ হতে পারে। ধীরগতির প্রবৃদ্ধি, পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যের দুর্বলতা বিভিন্ন দেশের মধ্যে উন্নয়নের ব্যবধান বাড়িয়ে দিয়েছে, তাই বৈশ্বিক উন্নয়নের কৌশল পুনর্বিবেচনা করা উচিত।
গতকাল (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলতি বছর ও আগামি বছরে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বার্ষিক গড়পড়তা ৩ শতাংশের প্রবৃদ্ধির পরিমাণের চেয়ে কম। জ্বালানি সম্পদের উচ্চদাম ও বাণিজ্য সংরক্ষণবাদের গুরুতর হওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলোর কঠিন ও জটিল নীতিমালার সম্মুখীন হয়।
জাতিসংঘের আঙ্কটাড মহাসচিব রেভেকা গ্রিনস্প্যান বলেছেন, আমাদের উচিত বৈশ্বিক উন্নয়ন কৌশল নিয়ে পুনবিবেচনা করতে হবে,আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সংস্কার করা এবং বহুপক্ষীয়বাদের প্রতিশ্রুতি পুনরুদ্ধান করা,যাতে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন দেওয়া যায়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য ২০০৭ সালের ২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৩ সালের ৫.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।আঞ্চলিক বাণিজ্য ও একীকরণ চুক্তি এবং কৌশলগত শিল্প নীতিমালার মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশ নিজের অর্থনীতির সহনশীলতা জোরদার করতে সক্ষম।(সুবর্ণা/হাশিম/রুবি)