অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৯ সফলভাবে দেশটির স্পেস স্টেশন থিয়ানকংয়ে যুক্ত হয়েছে। বুধবার চীনের মহাকাশ সংস্থা ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার ভোর ৪টা ২৭ মিনিটে উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এ মহাকাশযানটি। একটি লং মার্চ-২এফ ক্যারিয়ার রকেটে স্পেসশিপটি মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়।
উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর শেনচৌ-১৯ স্পেসশিপ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করে।
ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, ডকিং প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছে।
মানববাহী মহাকাশযান শেনচৌ-১৯ এ তিন নভোচারী ছিলেন। তারা থিংয়ানকংয়ে ছয় মাস অবস্থান করে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি