তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত সতর্ক আচরণ করা: মুখপাত্র
2024-10-30 23:10:34


অক্টোবর ৩০: আজ (বুধবার) সকালে রাষ্ট্রীয় কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান জানান, তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত সতর্ক আচরণ করা এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত না দেওয়া। 


তিনি জানান, তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এতে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। তাইওয়ান সমস্যার সমাধান হচ্ছে চীনাদের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে শুধু চীনারাই সিদ্ধান্ত নিতে পারে। বিশ্বে এখন মাত্র একটি চীন রয়েছে, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান প্রণালীর দুপারে এখনও একীকরণ হয় নি, তারপরও চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা কখনওই পরিবর্তন হয় নি।


মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ ইশতাহার’ মেনে চলা,  তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রের উচিত সতর্ক আচরণ করা এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত না দেওয়া।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)