চীন-জাম্বিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীতে দু’দেশের প্রেসিডেন্ট পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন
2024-10-30 23:09:03


অক্টোবর ৩০: গতকাল (মঙ্গলবার) চীন-জাম্বিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে দু’দেশের প্রেসিডেন্ট পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। 


প্রেসিডেন্ট সি চিন পিং জানান, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতি অনেক পরিবর্তন হলেও, দু’দেশের সম্পর্ক বরাবরই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে, দু’দেশের উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রয়েছে, কূটনৈতিক আস্থা জোরদার হচ্ছে। বাস্তব সহযোগিতায় সুফল পাওয়া যাচ্ছে, পারস্পারিক মৌলিক স্বার্থ ও উদ্বেগের বিষয়ে দু’পক্ষ একে অপরকে সমর্থন করে আসছে। যাতে দু’দেশ ও দেশের জনগণের কল্যাণ হয়। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করেছেন। দু’নেতা দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন। 


প্রেসিডেন্ট সি চিন পিং দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বের কথা জোর দিয়ে বলেন, জনাব প্রেসিডেন্টের সঙ্গে একযোগে, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে ঐতিহাসিক বন্ধুত্ব প্রচার করা হবে, দৃঢ়ভাবে একে অপরকে সমর্থন করা হবে, সার্বিক সহযোগিতা জোরদার করা হবে, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক মজবুত করা হবে এবং দু’দেশের আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করা হবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)