ফিনল্যান্ডের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: লি ছিয়াং
2024-10-30 15:00:39

অক্টোবর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: ফিনল্যান্ডের সঙ্গে বাণিজ্য, তথ্য ও যোগাযোগ, স্মার্ট এনার্জি, কৃষি ও খাদ্য পণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা শক্তিশালী করণে কাজ করতে আগ্রহী চীন। মঙ্গলবার বেইজিংয়ে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।

প্রধানমন্ত্রী বলেন, চীন ও ফিনল্যান্ড নতুন ধরনের সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে। যার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ক্রমাগতভাবে বেড়েছে। এতে করে উপকৃত হয়েছে দুই দেশের জনগণ।

তিনি আরও বলেন, একটি বিশ্বমানের, বাজারভিত্তিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে ফিনল্যান্ডের সঙ্গে কাজ করবে চীন।

ফিনল্যান্ডের কোম্পানিগুলোকে চীনের বাজারে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফিনল্যান্ডও চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং বর্ণবাদমুক্ত ব্যবসায়িক পরিবেশ প্রদান করে চীন-ইউরোপ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

স্টাব বলেন, ফিনল্যান্ড চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় এবং চীনের একটি নির্ভরযোগ্য সহযোগী অংশীদার তার দেশ।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া