প্রয়োজনীয় স্তরে পরমাণু শক্তি বজায় রাখবে রাশিয়া: পুতিন
2024-10-30 15:07:07


অক্টোবর ৩০: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) বলেছেন, রাশিয়ার অস্ত্র প্রতিযোগিতায় জড়ানোর কোন ইচ্ছা নেই, তবে প্রয়োজনীয় স্তরে তার পারমাণবিক শক্তি বজায় রাখবে।

রাশিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইট অনুসারে, পুতিন সেদিন ভিডিও লিঙ্কের মাধ্যমে কৌশলগত প্রতিরোধমূলক শক্তির মহড়া দেখেন এবং একটি বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি বলেন, পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ চূড়ান্ত ব্যবস্থা।  ‘ট্রিনিটি’ পারমাণবিক শক্তি এখনও রাশিয়ার সার্বভৌমত্ব এবং সুরক্ষার একটি নির্ভরযোগ্য গ্যারান্টি। এটি রাশিয়ার কৌশলগত সমস্যার সমাধান করতে পারে এবং ভারসাম্যপূর্ণ পারমাণকি শক্তি বজায় রাখতে বৈশ্বিক স্থিতিশীলতা অর্জনের উপাদন।

পুতিন বলেন, রাশিয়ার আধুনিক পারমাণবিক অস্ত্রের সরঞ্জামের হার প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া স্ট্র্যাটেজিক রকেট ফোর্সের অস্ত্র ও সরঞ্জামগুলোকে নতুন ফিক্সড এবং মোবাইল লঞ্চ মিসাইল সিস্টেমে আপডেট করবে। এই সরঞ্জামগুলোর ‘উচ্চ নির্ভুলতা, কম উৎক্ষেপণ প্রস্তুতির সময় এবং আরও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র-বিরোধী সিস্টেম’ থাকবে।

(রুবি/হাশিম/সুবর্ণা)