চীনের অর্থনৈতিক জীবনীশক্তি বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনছে
2024-10-30 19:00:57

অক্টোবর ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এ বছরের শুরু থেকে চীনের অর্থনীতি সাধারণত স্থিতিশীল আছে এবং অগ্রগতি অর্জন করছে। পাশাপাশি, জীবনীশক্তি ও স্থিতিস্থাপকতা দেখা যাচ্ছে। সম্প্রতি, চীন সরকারের অনেক বিভাগ সক্রিয়ভাবে ক্রমবর্ধমান নীতিগত প্যাকেজ চালু করেছে, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা আরও বৃদ্ধি পায়, ভোগ ও বিনিয়োগে উত্সাহ দেওয়া যায় এবং চীনের উন্নয়নে আন্তর্জাতিক সমাজের আস্থা বাড়ানো যায়।

লিন চিয়ান বলেন, উচ্চ-মানের উন্নয়ন প্রচার এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণের মাধ্যমে, বিশ্বের সঙ্গে চীনের মিথস্ক্রিয়া আরও শক্তিশালী হবে। চীন ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে ‘চীন সম্পর্কে আশাবাদী হওয়ার’ আন্তর্জাতিক সমাজের প্রত্যাশায় সাড়া দেবে এবং বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রেরণা ও নতুন সুযোগ আনবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)