অক্টোবর ৩০: সোমবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলনে ‘২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় দফা শৃঙ্খলা পরিদর্শন অবস্থার রিপোর্ট’ যাচাই করা হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং সম্মেলনের সভাপতিত্ব করেছেন।
সম্মেলনে বলা হয়, পরিদর্শনের ফলাফল বিবেচনা করে, সিপিসি’র কেন্দ্রীয় এবং বিভিন্ন স্তরের সংস্থার বিভিন্ন কাজে নতুন ফলাফল অর্জিত হয়েছে, তবে কিছু সমস্যাও রয়েছে। আমাদের অবশ্যই তা সংশোধন করতে হবে।
সম্মেলনে আরো বলা হয়, সম্পূর্ণ আত্মবিপ্লবী চেতনা নিয়ে শেষ পর্যন্ত দুর্নীতিবিরোধী সংগ্রাম চালিয়ে যেতে হবে, দুর্নীতি না করা, দুর্নীতি করতে না পারা এবং দুর্নীতি করতে না চাওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে। অব্যাহতভাবে ক্ষমতার বিন্যাস ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সুসংহত করতে হবে এবং দুর্নীতি সৃষ্টির পরিবেশ ও উপাদান নির্মূল করতে হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)