অক্টোবর ২৯: ১৮৬ দিনব্যাপী ২০২৪ ছেংতু বিশ্ব উদ্যানবিদ্যা মেলা গতকাল (সোমবার) শেষ হয়েছে। ১১৩টি প্রদর্শনী বাগানে পাঁচটি মহাদেশের ৩২টি দেশ (অঞ্চল) এতে অংশ নেয় এবং দেশি-বিদেশি কোটির বেশি পর্যটককে মেলা পরিদর্শনে আকর্ষণ করে।
এবারের মেলায় প্রথমবারের মতো ‘একটি প্রধান ভেন্যু ও ৪টি শাখা ভেন্যু’ ছিল। প্রদর্শনী বাগানের মোট সংখ্যা, বিদেশি প্রদর্শনী বাগানের সংখ্যা, সমিতি ও প্রতিষ্ঠান প্রদর্শনী বাগানের সংখ্যা বি- ক্লাস মেলায় রেকর্ড সৃষ্টি করে।
আন্তর্জাতিক হর্টিকালচারাল উৎপাদক সমিতির প্রেসিডেন্ট লিওনার্দো ক্যাপিটানিও মেলার উচ্চ মূল্যায়ন করেন। তিনি মনে করেন, মেলা চীনের সবুজ নিম্ন-কার্বন উন্নয়ন ধারণা প্রদর্শনের পাশাপাশি বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রেক্ষাপটে সবুজ বীজ চাষ করে এবং মানুষের কাছে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে।
(প্রেমা/হাশিম/ছাই)