যে কোনো বেপরোয়া সামরিক অভিযান দায়িত্বজ্ঞানহীন: চীনা প্রতিনিধি
2024-10-29 22:27:48


অক্টোবর ২৯: সোমবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি সভায়, জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং জানান, গত ২৬ অক্টোবর ইরানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ইরানের স্থাপনা ধ্বংস হয়েছে ও মানুষ হতাহত হয়েছে। পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে। এতে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে।


তিনি জানান, যে কোনো বেপরোয়া উস্কানি ও সামরিক অভিযান হলো দায়িত্ববোধহীন; এহেন আচরণ ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে।  


তিনি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের সব কার্যক্রমের নিন্দা জানায় চীন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্টকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতাও করে চীন। বর্তমানে, ইরান-ইসরায়েল সম্পর্ক ও গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিপদে পড়তে পারে, ইসরায়েলকে সব উস্কানিমূলক আচরণ বন্ধ করার তাগিদ দেয় বেইজিং।’ 


সব পক্ষকে শান্ত থাকা ও সংযম বজায় রাখার আহ্বান জানায় চীন। নানা পক্ষের উচিত একযোগে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলা এবং রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে বিতর্ক সমাধানের সঠিক পথে ফিরে আসা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)