বছরের প্রথম নয় মাসে চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ২৭%
2024-10-29 16:56:42

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: গাড়ি শিল্পের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। বিশ্বব্যাপী বাড়ছে চীনের তৈরি গাড়ির চাহিদা। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির গাড়ি রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ।

সম্প্রতি চীনের শানতোং প্রদেশের ইয়ানথাই বন্দরে দেখা গেল সারিবদ্ধ করে রাখা হাজার হাজার গাড়ি। এই গাড়িগুলো বিশ্বের বিভিন্ন দেশে সমুদ্র পথে রপ্তানি করা হবে।

চীনের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন জানিয়েছে, চলতি বছরের প্রথম নয়মাসে ৪৩ লাখ গাড়ি রপ্তানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি।

মূলত অটোমোবাইল শিল্পকে বিকশিত করতে চীন সরকারের বহুমুখী পদক্ষেপ, উন্নত প্রযুক্তি, পরিবেশবান্ধব এবং দাম তুলনা কম হওয়ায় বিশ্বব্যাপী চীনের তৈরি গাড়ির চাহিদা বেড়েছে।

শুভ/শান্তা