শেনচৌ-১৯ মহাকাশচারীদের পরিচয়
2024-10-29 16:52:09

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি মাসের ৩০ অক্টোবর মহাকাশে যাত্রা শুরু করবে শেনচৌ ১৯। এবারের যাত্রায় মহাকাশচারী হিসেবে যাচ্ছেন নভোচারী ছাই স্যু জ্য,সং লিং তোং এবং ওয়াং হাও চ্য । 

• ছাই স্যু জ্য

এবারের মিশনে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাই স্যু জ্য। তিনি শেনচৌ ১৪ নভোযানের যাত্রায় অংশ নিয়েছিলেন।

• সং লিং তোং

মহাকাশ মিশনে নতুন মুখ সং লিং তোং। তিনি বিমান বাহিনীর একজন বৈমানিক ছিলেন। তার জন্মসাল ১৯৯০ ।

• ওয়াং হাও চ্য

শেনচৌ নভোযানের যাত্রায় তৃতীয় নারী নভোচারী ওয়াং হাও চ্য। চীনের একমাত্র নারী মহাকাশযান প্রকৌশলী । তিনি মহাশূন্য বিজ্ঞান প্রযুক্তি গ্রুপ লিমিডেট কোম্পানির একজন মহাকাশযান প্রকৌশলী।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া