অক্টোবর ২৯: আজ (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ক্যাম্বোডিয়ার রাজা নরোদম সিহমনিকে তাঁর শপথগ্রহণের ২০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।
সি চিন পিং বলেন, শপথগ্রহণের পর থেকে রাজা সিহমনি ক্যাম্বোডিয়ার শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি চীন-ক্যাম্বোডিয়া ঐতিহ্যবাহী মৈত্রী বাড়াতে সবসময় চেষ্টা করেন। আমাদের যৌথ নেতৃত্বে, চীন ও ক্যাম্বোডিয়ার অভিন্ন কল্যাণের সমাজ উচ্চ মানের নতুন যুগে প্রবেশ করেছে। দু’দেশের সহযোগিতা কাঠামো আরো সুসংহত হচ্ছে, ‘শিল্প উন্নয়ন করিডোর’ এবং ‘কৃষি করিডোর’ নির্মাণের ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। চীন ও ক্যাম্বোডিয়ার মানব ও সংস্কৃতি বিনিময় বর্ষ ফলপ্রসূ হয়েছে। যা দু’দেশের জনগণের বাস্তব কল্যাণ সৃষ্টি করেছে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও ক্যাম্বোডিয়া ভালো বন্ধু। তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেন। তিনি রাজা সিহমনির সঙ্গে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজের আরো সুফল অর্জনের জন্য চেষ্টা করতে ইচ্ছুক।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)