সহযোগিতা গভীর করতে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানকে স্বাগত জানায় চীন: ভাইস প্রিমিয়ার হ্য লিফেং
2024-10-29 16:49:41

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে চীন স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন চীনা ভাইস প্রিমিয়ার হ্য লি ফেং। সোমবার বেইজিংয়ে জার্ডিন ম্যাথেসন প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান বেন কেসউইকের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন হ্য লিফেং।

বৈঠকে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লি ফেং বলেছেন, বছরের শুরু থেকে, চীনের অর্থনীতি অগ্রগতির সাথে সাথে সাধারণভাবে স্থিতিশীল কর্মক্ষমতা বজায় রেখেছে।

তিনি আরও বলেন, চীন তার সংস্কারকে গভীরতর করছে এবং ব্যাপকভাবে উন্মুক্ত করছে, নতুন গুণগত মানের উৎপাদনশীল শক্তিকে উৎসাহিত করছে এবং উচ্চমানের উন্নয়নে অগ্রসর হচ্ছে।

হ্য লি ফেং বলেন, "আমরা জার্ডিন ম্যাথেসন এবং বিভিন্ন দেশের উদ্যোগকে স্বাগত জানাই যাতে পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য চীনের সাথে সহযোগিতা গভীরতর করা অব্যাহত রাখা যায়"।

কেসউইক বলেছেন যে জার্ডিন ম্যাথিসন চীনের অর্থনৈতিক সম্ভাবনা এবং বাজার সম্ভাবনা সম্পর্কে আশাবাদী এবং চীনে তার বিনিয়োগ বাড়াতে এবং সহযোগিতা প্রসারিত করতে  ইচ্ছুক।

শান্তা/মিম