জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদানের যুদ্ধ বিরতির আহ্বান চীনের
2024-10-29 16:53:58

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদানের যুদ্ধ বিরতি এবং যুদ্ধবিধ্বস্ত দেশে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি তাই পিং। সোমবার সুদানের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

তাই পিং বলেন, সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন একাধিকবার খাবার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। মানবিক সংকট মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখতে এবং সুদানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করতে চীন আগ্রহীবলেও জানান তিনি।

বৈঠকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সুদানে সামরিক বাহিনীর দুটো গ্রুপের যুদ্ধ শুরু হওয়ার ১৮ মাস পার হয়ে গেছে। সেখানে বর্তমানে ২৫ মিলিয়ন মানুষ নানারকম দুর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করছে, তাদের সহায়তা প্রয়োজন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া