অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চাঁদে মানববাহী নভোযান পাঠাবে চীন। ২০৩০ সাল নাগাদ চাঁদে নামবে চীনের মানববাহী চন্দ্রযান। সেই প্রস্তুতিতে ব্যস্ত এখন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। এই প্রকল্প নিয়ে বিভিন্ন রকম গবেষণা, সংশ্লিষ্ট নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে।
মঙ্গলবার চীনের মানব মহাকাশ সংস্থা বা ম্যানড স্পেস এজেন্সি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা প্রদান করে।
শান্তা/মিম