অক্টোবর ২৯: ইরানে, ইসরায়েলের ‘আগ্রাসন’ কোন মতেই সহ্য করা হবে না এবং তেহরান এর যথোচিত জবাব দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল (সোমবার) এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানানো ইরান সরকারের দায়িত্ব ও অধিকার। আন্তর্জাতিক আইন অনুসারে, কোনো দেশ অবৈধ সামরিক হামলা বা আগ্রাসনের সম্মুখীন হলে, সে দেশ প্রতিক্রিয়া জানাতে পারে। পরামর্শ বা আলোচনার ফলাফল যাই হোক না কেন ‘দৃঢ় ও যথাযথ’ পদ্ধতিতে ইসরায়েলকে এর জবাব দেবে তাঁর দেশ এবং জাতীয় বাহিনী ও কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেবে।
(সুবর্ণা/হাশিম/রুবি)