অক্টোবর ২৯: ম্যাস ট্র্যানসিট রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা এমটিআর গতকাল (সোমবার) ৪৫তম বার্ষিকী উদযাপনের জন্য হংকংয়ে একটি সংবর্ধনার আয়োজন করে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান লি চিয়া ছাও আশা করেন যে, এমটিআর অতীতের উপর ভিত্তি করে নগর উন্নয়নে আরও পরিষেবা দেবে।
লি চিয়াও ছাও বলেন, “এমটিআর বিশ্বের অন্যতম শীর্ষ পরিবহন ব্যবস্থা হয়ে উঠেছে। যা আমাদের গভীরভাবে গর্বিত করে। এমটিআর কর্পোরেশন হংকংয়ের নাগরিকদের এবং সারা বিশ্ব থেকে যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, সুবিধাজনক এবং নিরাপদ পরিষেবা প্রদান করে। এর রেলওয়ে নেটওয়ার্ক প্রতিদিন ৫০ লাখেরও বেশি যাত্রী বহন করে। এটি হংকং এবং দেশজুড়ে শহরগুলোর মধ্যে যোগাযোগ জোরদার করে।
তিনি আরও বলেন, গত বছর বিশেষ প্রশাসনিক সরকার ঘোষিত ‘হংকং মেজর ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্লুপ্রিন্টে’র হোং শুই ছিয়াও স্টেশন এবং পেই হুয়ান মেইন লাইন প্রকল্পগুলো এই বছর এবং পরের বছর শুরু হবে। ২০৩০ এবং ২০৩৪ সালে সেগুলো যথাক্রমে সম্পন্ন হবে।
(রুবি/হাশিম/সুবর্ণা)