অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশ অভিযানে নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করতে চলেছে চীন। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৮ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে দেশটি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এই মহাকাশযানটি চীনের মহাকাশ অনুসন্ধান ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি চীনের মহাকাশ স্টেশন নির্মাণের কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।
বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং পরীক্ষামূলক সামগ্রী মহাকাশে পাঠানোর জন্য কার্গো মহাকাশযান ব্যবহৃত হয়।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন