ইন্দোনেশিয়া ব্রিকসে যোগদানে প্রতিশ্রুতিবদ্ধ
2024-10-29 17:56:29

অক্টোবর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, সংহতি, সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষার জন্য উদীয়মান বাজার দেশ এবং উন্নয়নশীল দেশগুলির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে, ব্রিকস সহযোগিতা ব্যবস্থা আন্তর্জাতিক বিষয়ে একটি ইতিবাচক, স্থিতিশীল ও প্রগতিশীল শক্তিতে পরিণত হয়েছে। ইন্দোনেশিয়া একটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ, উদীয়মান বাজার রাষ্ট্র এবং সাম্প্রতিক বছরগুলিতে ‘ব্রিকস প্লাস’ সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

মুখপাত্র আরও বলেন, ব্রিকস একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। ইন্দোনেশিয়া-সহ আরও অংশীদারদের ব্রিকস পরিবারে স্বাগত জানায় চীন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)