বেইজিংয়ের লিংকুয়াং মন্দির থেকে বুদ্ধের দাঁতের অবশেষ থাইল্যান্ডে পাঠানো হয়েছে
2024-10-29 22:30:11


অক্টোবর ২৯: বেইজিং লিংকুয়াং মন্দির থেকে গৌতম বুদ্ধের দাঁতের অবশেষ (সারিরা) থাইল্যান্ডে প্রার্থনার জন্য পাঠানো হয়েছে। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে জানান, এটা ‘চীন-থাইল্যান্ডের পরিবারের মতো ঘনিষ্ঠ সম্পর্ক’ আরও উন্নত করবে।


থাইল্যান্ড সরকারের আমন্ত্রণে, থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালোংকর্নের ৭২ বছর বয়সের জন্মদিন ও ২০২৫ সালে চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উৎযাপনের জন্য, বেইজিং লিংকুয়ান মন্দির থেকে গৌতম বুদ্ধের দাঁতের অবশেষ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে থাকবে। এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেছেন, এই বিনিময় ‘চীন-থাইল্যান্ডের পরিবারের মতো ঘনিষ্ঠ সম্পর্ক’ আরও উন্নত করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)