সংস্কার গভীরতর করাতে সি চিন পিংয়ের ভাষণ
2024-10-29 19:21:56

অক্টোবর ২৯: আজ (মঙ্গলবার) সকালে চীনের সেন্ট্রাল পার্টি স্কুলে (ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন) ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অধ্যয়ন এবং বাস্তবায়নের জন্য সিপিসি’র প্রাদেশিক এবং মন্ত্রী পর্যায়ের নেতাদের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

 

এতে তিনি বলেছেন যে, আমাদের অবশ্যই তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার অধ্যয়ন এবং বাস্তবায়ন আরও গভীর করতে হবে। ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন, সমগ্র সিপিসি এবং জনগণের সংস্কারের প্রতি তাদের আস্থা জোরদার করার জন্য নির্দেশনা দিতে হবে।

সি চিন পিং উল্লেখ করেছেন যে, চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ব্যাপকভাবে সংস্কার গভীরতর করা এবং পদ্ধতিগত সামগ্রিক নকশার মাধ্যমে সংস্কার অগ্রগতির একটি নতুন যুগের সূচনা করেছে, দেশের সংস্কার এবং উন্মুক্তকরণে একটি নতুন পরিস্থিতি তৈরি করেছে। নতুন যুগে ব্যাপকভাবে গভীরতর হওয়া সংস্কারগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে একটি বড় ধরনের ব্যবহারিক, প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক ফলাফল অর্জন করেছে।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)