অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন জুড়ে এখন চলছে ফল ও ফসল তোলার পালা। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের বিভিন্ন কাউন্টিতে চলছে দেরিতে জন্মানো ধানের ফসল তোলার পালা। অনেক জায়গায় চলছে পাকা ফল সংগ্রহের পালা। ধান, গম, ভুট্টা, আপেল ও পার্সিমোন সংগ্রহ করা হচ্ছে। কৃষকের মুখে ফুটেছে হাসি।
অনেক জায়গায় ফসল তোলা হয়ে গেছে। আগামি মৌসুমের ফসরের জন্য জমি তৈরির প্রক্রিয়া চলছে।
শান্তা/ মিম