চীন-জাপান সম্পর্কের দীর্ঘমেয়াদী, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন দুই দেশের মানুষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ
2024-10-29 17:00:51

অক্টোবর ২৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র লিন চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন প্রাসঙ্গিক নির্বাচনের ফলাফল খেয়াল করেছে। এটি জাপানের অভ্যন্তরীণ বিষয় এবং চীন কোনো মন্তব্য করবে না।

মুখপাত্র বলেন, চীন-জাপান সম্পর্কের দীর্ঘমেয়াদী, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন দুই দেশের মানুষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আশা করা যায় যে, চীন ও জাপান দু’দেশের মধ্যে চারটি রাজনৈতিক দলিলের নীতি ও ঐকমত্য মেনে চলবে, দুই দেশের মধ্যে কৌশলগত এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক ব্যাপকভাবে প্রচার করবে। চীন ও জাপান দুই দেশের মধ্যে কৌশলগত ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ককে ব্যাপকভাবে এগিয়ে নেবে এবং একটি গঠনমূলক ও স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হবে, যা নতুন যুগের প্রয়োজনীয়তা পূরণ করে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)