নবম এশিয়ান শীতকালীন গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে
2024-10-29 22:31:28


অক্টোবর ২৯: ৩০ অক্টোবর নবম এশিয়ান শীতকালীন গেমস হারবিন-২০২৫ এর ১০০ দিনের কাউন্টডাউন শুরু হবে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে রাষ্ট্রীয় কাউন্সিল এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে গেমসটির প্রস্তুতিমূলক কাজ সবার সামনে তুলে ধরা হয়। 


এবারের গেমস আগামী বছরের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হারবিন শহরে অনুষ্ঠিত হবে। এবারের গেমসে মোট ৬৪টি ইভেন্ট থাকবে। এ পর্যন্ত ৩৪টি দেশ ও অঞ্চলের দেড় হাজারেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে।  


এবারের গেমসটির সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান চৌ চিন ছিয়াং জানান, চীনের ক্রীড়া প্রতিনিধিদলের ১৭০ জনেরও বেশি খেলোয়াড় ৬৪টি ইভেন্টের সবগুলোতে অংশ নেবে।


গেমসটির সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান হান সেং চিয়ান জানান, বর্তমানে, গেমসের সব স্টেডিয়াম ও মাঠ প্রস্তুত করা হয়েছে। সবুজ ও সাশ্রয়ী নীতির আলোকে, এবারের গেমসের সব স্টেডিয়াম ও মাঠে জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপাদান ও নিম্নকার্বন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সব স্থাপনা আগের ভিত্তিতে উন্নত করা হয়েছে এবং নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে না।  


হারবিন শহরের মেয়র ওয়াং হ্য সেং জানান, ‘২০২৪-২০২৫ বফর ও তুষার মৌসুম’, ৪১তম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব’, শীতকালীন ট্রায়থলন বিশ্বকাপসহ শতাধিক কার্যক্রম আয়োজন করা হবে।


হারবিন শহরের ভাইস মেয়র চাং হাই হুয়াং জানান, এবারে গেমসটির ইভেন্টে ৩১ শতাংশই একেবারে নতুন। যা প্রথমবার এশিয়ান শীতকালীন গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)