২০৩৫ সালের মধ্যে চীনকে সাংস্কৃতিক পাওয়ার হাউজে পরিণত করার ওপর জোর দিলেন প্রেসিডেন্ট সি
2024-10-29 16:48:52

অক্টোবর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ২০৩৫ সালের মধ্যে দেশকে সাংস্কৃতিক পাওয়ার হাউজে পরিণত করার প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি সোমবার  সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর একটি গ্রুপ স্টাডি অধিবেশনে সভাপতিত্বকালে এ কথা বলেন।

নতুন যুগের জন্য চীনা বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক সংস্কৃতির ক্রমাগত বিকাশের প্রচেষ্টার উপর জোর দেন সি। এর পাশাপাশি চীনের জাতীয় পুনর্জাগরণকে অবলম্বন করে সাংস্কৃতিক ভিত্তিকে দৃঢ় করার জন্য একটি জন-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার ওপরও জোর দেন সি চিনপিং।

গ্রুপ অধ্যয়ন অধিবেশনে আরও  উপস্থিত ছিলেন  লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েসিয়াং, লি সিসহ সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সকল সদস্য।

অধিবেশনে, সি সিপিসির নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের সাথে সমাজতান্ত্রিক সংস্কৃতির পথে চলার এবং আধুনিকায়ন, বিশ্ব এবং ভবিষ্যতমুখী জাতির জন্য একটি বৈজ্ঞানিক ও জনমুখী সমাজতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন।

তিনি বলেন, সাংস্কৃতিক খাত যাতে অর্থনৈতিক লাভের পাশাপাশি সামাজিক সুবিধাকে অগ্রাধিকার দেয় তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করা উচিত।

তিনি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উত্তরাধিকারের জন্য সিস্টেম এবং প্রক্রিয়া উন্নত করার এবং প্রাসঙ্গিক আইন ও প্রবিধানের পরিমার্জন ত্বরান্বিত করার আহ্বান জানান।

তিনি চীনের সাংস্কৃতিক উন্নয়নে বৈশ্বিক সাংস্কৃতিক অর্জনকে একীভূত করার প্রচেষ্টার আহ্বান জানান।

শান্তা/মিম