মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত শেনচৌ-১৯
2024-10-28 18:13:24

অক্টোবর ৪, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরের শেষ নাগাদ থিয়ানকং মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে চীনের নতুন মহাকাশযান শেনচৌ-১৯। সোমবার একটি যৌথ মহাড়ার মাধ্যমে শেষ হয়েছে এই মহাকাশযানের সকল ইউনিটের প্রস্তুতির কাজ।

বেইজিং মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্র (বিএসসিসি)র সমন্বয়ে এই মহড়া পরিচালনা করেছে চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র এবং সি'আন স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র। এই মহড়াটি উৎক্ষেপণ- পূর্ব, উৎক্ষেপণকালীন এবং উৎক্ষেপণ পরবর্তী সকল প্রযুক্তিগত এবং কার্যকরী বিভিন্ন বিষয় পরীক্ষানিরীক্ষা করা হয়।

এবারের মহাকাশযানের আগের মহাকাশযানগুলোর তুলনায় লোড ক্ষমতা বেশি। এতে করে নভোচারীরা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পরিবহন করতে পারবে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিসিটিভি