বন্ডের অর্থায়নে প্রায় ৮ হাজার প্রকল্প বাস্তবায়ন করছে চীন
2024-10-28 18:10:18

অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন সরকার গেল বছর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা ও অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে অতিরিক্ত বন্ড জারি করে। এসব অতিরিক্ত বন্ডের সহায়তায় ৭ হাজার ৮০০টির বেশি পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে দেশটি। যা আগামী বছর কৃষি উৎপাদন এবং বন্যা ও খরা প্রতিরোধে ভূমিকা রাখবে। সম্প্রতি এ তথ্য চীনের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকার গত বছর ১ ট্রিলিয়ন ইউয়ানের অতিরিক্ত সরকারি বন্ড জারি করে। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত বেইজিং-থিয়েনচিন-হেবেই অঞ্চলে পানি সংরক্ষণ প্রকল্পগুলো ১০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪.০৪ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়। পানি সংরক্ষণ প্রকল্পের ব্যায়ের এক চতুর্থাংশ অতিরিক্ত ট্রেজারি বন্ড থেকে অর্থায়ন করা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউয়ান হাও বলেন, চীন সারাদেশে পানি সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে, অতিরিক্ত সরকারি বন্ডের অর্থে ৭ হাজার ৮০০টিরও বেশি প্রকল্পে মোট ৪১০ দশমিক ৯৪ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হচ্ছে। হুবেই, হুনান, আনহুই, সিছুয়ান এবং দেশটির অন্যান্য প্রদেশে ১৫ বিলিয়ন ইউয়ান (প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হয়েছে।

 

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি