অক্টোবর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: রূপকথার সোনালি অরণ্য বাস্তবে রূপ নিয়েছে চীনে। পপলার গাছের বন হেমন্তে হয়ে উঠেছে সোনালি।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আলসা লিগ এলাকায় এজিনা ব্যানারের মরুভূমতে গড়ে তোলা হয়েছে পপলার গাছের অরণ্য। মরুভূমিতে এই বনায়নের মাধ্যমে এখানে সবুজ মহাপ্রাচীর গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।
হেমন্তকালে পপলার অরণ্য হলুদ, কমলা পাতায় যেন সোনার অরণ্যের পরিণত হয়েছে।
মরুভূমির বুকে গড়ে ওঠা এই অরণ্যর শোভা দেখতে এই এলাকায় আসছেন পর্যটকরা।
শান্তা/মিম